থাইল্যান্ডে গণতন্ত্রপন্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

Published: 8 November 2020

পোস্ট ডেস্ক : থাইল্যান্ডে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

থাইল্যান্ডে কয়েক মাস ধরে গণতান্ত্রিক সংস্কারের দাবিতে বিক্ষোভ করে আসছে দেশটির শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের জনগণ। আজ দেশটির নিয়মতান্ত্রিক রাজার কাছে রাজনৈতিক সংস্কারের দাবি সম্বলিত চিঠি নিয়ে যাওয়ার মিছিল পুলিশ আটকে দেয়।

রাজকীয় প্রাসাদ অভিমুখে মিছিলটি রওনা হলে বিক্ষোভে জলকামন ছোড়া হয় এবং সেখানে বিপুল সংখ্যক প্রতিবাদকারীর সঙ্গে সংঘাত বেধে যায়। এ নিয়ে দ্বিতীয়বার বিক্ষোভকারীদের ওপর জলকামান নিক্ষেপ করা হল। ইতিমধ্যে ব্যংকক পুলিশ এ ধরনের বিক্ষোভকে অবৈধ আখ্যা দিয়েছে। বিক্ষোভের পথ পরিহার করে আলোচনার জন্য আন্দোলনকারীদের প্রতিনিধি প্রেরণের জন্য বলা হয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া ৩৬ বছর বয়সী থাওয়াটচাই তংসুক বলেন, মানুষ রাজার কাছে শুধু চিঠিটা পৌছাতে চেয়েছিল। এখানে প্রতিবাদকারীদের পক্ষ থেকে কোনো সংঘর্ষ বাধানোর চেষ্টা ছিল না। তিনি আরও বলেন, যদি এ সুযোগটি দেওয়া হত আমার বিশ্বাস কর্মসূচি শেষে সবাই বাড়ি ফিরে যেত।

রাজনৈতিক ব্যবস্থা এবং রাজতন্ত্রের সংস্কারসহ তিন দফা দাবিতে নিয়ামিত বিক্ষোভ হয়ে আসছিল দেশটিতে। মূলত, বর্তমান প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান ওচার পদত্যাগ ও রাজার ক্ষমতা সীমিতকরণের দাবি এখানে প্রধান। এর বাইরে বিক্ষোভকারীদের দাবি, সেনা শাসনের মাধ্যমে গৃহীত সংবিধান বাতিল করতে হবে। উল্লেখ্য, বর্তমান প্রধানমন্ত্রী সামরিক আইন জারির মধ্য দিয়ে ক্ষমতায় এসে ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে বর্তমানে ক্ষমতা দখল করে রয়েছেন।