নাইটক্লাবে গুলিতে নিহত কিং ভন
পোস্ট ডেস্ক : ডেভন ডাকুয়ান বেনেট। গত কয়েক বছরের র্যাপার হিসেবে কিং ভন নামে পরিচিতি পান।
৬ নভেম্বর আটলান্টার নাইট ক্লাবে গোলাগুলিতে আরও দুজনসহ নিহত হন ২৬ বছর বয়সী এই র্যা পার। এ ঘটনায় আরও তিনজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। তাদের ভেতর একজনের অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ। জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন (জিবিআই) জানিয়েছে, রাত সাড়ে তিনটায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটলান্টা পুলিশ জানায়, গোলাগুলির শুরুতেই গুলি লাগে কিং ভনের শরীরে।
ব্যাপক রক্তক্ষরণ হয় তার। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গত সপ্তাহেই মুক্তি পেয়েছে তার অ্যালবাম ‘ওয়েলকাম টু ও’ব্লক’। দুইবার বিলবোর্ডের টপ চার্টে স্থান করে নিয়েছে কিং ভনের গান ‘গ্র্যান্ডসন ভলিউম ১’ ও ‘লেভন জেমস’। কিং ভনের পাবলিশিস্ট তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, ২৬ বছরের এই পরিশ্রমী তরুণ মাত্র তার মেধার ঝুলি থেকে গান বের করতে শুরু করেছিলেন। ডানা মেলে ওড়ার শুরুতেই তাকে অকালে চলে যেতে হলো।