বিশ্বনাথে জামেয়া মাদানিয়ার নতুন শিক্ষা ভবনের উদ্বোধন

Published: 9 November 2020
সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল্লামা শায়খ আশরাফ আলী বিশ্বনাথী (র) এর স্মৃতিবিজড়িত জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া বিশ্বনাথ সিলেটের ৭ তলা বিশিষ্টনতুন  শিক্ষাভবনের উদ্বোধন করা হয়েছে।
গত শনিবার (৭ নভেম্বর) দুপুরে ভবনের শুভ উদ্বোধন করেন আল হাইয়্যাতুল উলিয়া লিল জামিয়াতুল কাওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুর হোসাইন কাসেমী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য আল্লামা নুর হোসাইন কাসেমী বলেছেন, মাদ্রাসা হল দ্বীনের হেফাজত ও জাতি রক্ষার কেন্দ্র।এখানে দ্বীনি শিক্ষা দিয়ে আদর্শ মানুষ তৈরি করা হয়।মাদ্রাসা শিক্ষা মা-বোনের ইজ্জত আব্রু রক্ষার শিক্ষা ।তিনি বলেন শুধু বস্তুতান্ত্রিক শিক্ষা জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্চে ।তাই জাতিকে রক্ষা এবং সমাজ ও রাস্ট্রকে কল্যাণকর করতে হলে বস্তুতান্ত্রিক শিক্ষার সাথে দ্বীনি শিক্ষা অপরিহার্য ।বাংলাদেশের বাস্তবতার নিরিখে ইসলামি শিক্ষাকে সরকারিভাবে বাধ্যতামূলক করার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্য দেন, জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকার শায়খুল হাদিছ আল্লামা উবায়দুল্লাহ ফারুক, শায়খুল হাদিছ আল্লামা মনজুরুল ইসলাম আফেন্দী, জমেয়া হোসাইনিয়া আরজবাদ ঢাকা মিরপুরের মোহতামিম মাওলানা বাহা উদ্দিন জাকারিয়া, হাফিজ মাওলানা তাফহীমুল হক হবিগঞ্জি,মুফতি নাসির উদ্দিন খান । অনুষ্টানে সভাপতিত্ব করনে, আযাদ দ্বীনি এদরায়ে তালিম বাংলাদেশের (কওমী মাদরাসা শিক্ষাবোর্ডের)সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দিন । স্বাগত বক্তব্য রাখেন জামিয়া মাদানিয়ার মুহতামিম মাওলানা শিব্বির আহমদ এবং উপস্থাপনায় ছিলেন মাওলানা হাসান বিন ফাহিম।
এছাড়াও উক্ত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় জমিয়তের উপদেষ্টা মাওলানা সৈয়দ আব্দুন নুর , বিশ্বনাথ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা জহির উদ্দীন,জামিয়া মাদানিয়া বিশ্বনাথের শাইখুল হাদিস ফজলুর রহমান বানিয়াচংগী, জমিয়ত নেতা মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন হবিগন্জের উপপরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, জমিয়ত নেতা মাওলানা নজরুল ইসলাম, জামিয়া শামীমাবাদের মুহতামিম মাওলানা সৈয়দ শামীম আহমেদ, জমিয়ত নেতা মাওলানা সালিম কাসেমী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে শিক্ষার্থীদের সহিহ বোখারী শরীফের সবক (দারস) দেন আল্লামা নুর হোসাইন কাসেমী।