এসআই আকবর হোসেন ভূইয়া গ্রেফতার
সংবাদ সম্মেলনে যাহা বললেন সিলেটের পুলিশ সুপার

Published: 9 November 2020

সিলেট অফিস : সিলেটের বন্দর বাজার ফাঁড়ির বরখাস্তকৃত সাব ইন্সপেক্টর আকবর হোসেন ভূইয়াকে কানাইঘাট থানা থেকে সিলেট পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

সন্ধ্যায় পুলিশের একটি বিশেষ দল তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সিলেট নিয়ে আসেন।

পরে সিলেটের ডিআইজির উপস্থিতিতে পুলিশ সুপার ফরিদ উদ্দিন আকবরকে গ্রেফতার বিষয়ে প্রেস ব্রিফিং-এ নিজেদের অবস্থান তুলে ধরেন।

এ সময় ফরিদ উদ্দিন বলেন, ঘটনার পর থেকে সিলেট জেলা প্রতিটি সীমান্ত এলাকায় পুলিশকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ প্রদান করে এবং নজরদারী বৃদ্ধি করে। যার ধারাবাহিকতায় পুলিশের গোয়েন্দা মাধ্যমে খবর আসে কানাইঘাট উপজেলার ডনা সীমান্ত দিয়ে আকবর হোসেন ভূইয়া ভারতে পালিয়ে যেতে পারেন। সেই খবরের ভিত্তিতে কানাইঘাট থানা পুলিশকে সতর্ক অবস্থায় সীমান্ত এলাকা পর্যবেক্ষনের নির্দেশ দেন। এরই এক পর্যায়ে ডনা সীমান্ত এলাকায় গোয়েন্দাদের হাতে গ্রেফতার হন আকবর ভূইয়া। প্রেস ব্রিফিংয়ে তিনি আকবরকে গ্রেফতারে সহযোগিতার জন্য কানাইঘাট ও জকিগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ জানান।