বিধানসভার নির্বাচনে জয়ে নিশ্চিত মমতা
পোস্ট ডেস্ক : বাংলার বিধানসভার ভোটে জয়ের ব্যাপারে নিঃসংশয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আমেরিকা সফরে যাবেন।
তৃণমূল সূত্রে পাওয়া খবরে জানা গেছে, মমতা সরকারের একাধিক প্রকল্পে মুগ্ধ বহু মার্কিন প্রতিষ্টান সে দেশে সফরের আমন্ত্রণ করেছেন মমতাকে। এবার সেই আবেদন গ্রহণ করছেন মমতা। এতদিন তাঁর আমেরিকা সফরে না যাওয়া আরো একটি কারণও তৃণমূল সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে ডোনাল্ড ট্রাম্পের তারকা প্রচারক হয়ে উঠছিলেন, তাতে মমতার আমেরিকা যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিলো। আমেরিকার নির্বাচনে ডেমোক্রাট প্রার্থী জো বাইডেন জেতার পর সেই বাধা কেটেছে।
প্রসঙ্গত, বাইডেন জেতার পর মমতা বন্দোপাধ্যায় প্রথম ভারতীয় মুখ্যমন্ত্রী, যাঁর শুভেচ্ছাবার্তা বাইডেনের কাছে পৌঁছেছিল।