বাহরাইনের প্রধানমন্ত্রী আর নেই

Published: 11 November 2020

পোস্ট ডেস্ক : বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা মারা গেছেন (ইন্নালিল্লাহে……রাজেউন)।

বুধবার টুইটারে রাজপ্রাসাদ থেকে এক ঘোষণায় এ খবর জানানো হয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে অনলাইন আরব নিউজ বলেছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে তার মৃতদেহ দেশে আনা হবে। তার মৃত্যুতে বাদশা হামাদ বিন ইসা আল খলিফা এক সপ্তাহের সরকারি শোক ঘোষণা করেছেন। বৃহস্পতিবার থেকে সব মন্ত্রণালয় এবং সরকারি অফিসগুলো বন্ধ থাকবে তিন সপ্তাহের জন্য। উল্লেখ্য, বিশ্বে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী হলেন শেখ খলিফা বিন সালমান আল খলিফা।
১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে বাহরাইন। তার এক বছর আগে ১৯৭০ সাল থেকে তিনিই সেখানকার প্রধানমন্ত্রী। তার জন্ম ১৯৩৫ সালের ২৪ শে নভেম্বর। এর আগে তিনি দেশের স্টেট কাউন্সিলের প্রধান এবং সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের প্রধান ছিলেন।