বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সেগুফতা বখত চৌধুরী আর নেই
পোস্ট ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সেগুফতা বখত চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি এসবি চৌধুরী নামেই বেশি পরিচিত।
বাংলাদেশ ব্যাংকের চতুর্থ গভর্নর ছিলেন তিনি। বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সেগুফতা বখত চৌধুরী মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন,ঢাকার সভাপতি ড.একে আব্দুল মুবিন ও সাধারন সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন আহমেদ, জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তারা বলেন, সিলেটবাসী তথা জাতী একজন কৃতি-সন্তানকে হারালো। অনুরূপ বিবৃতি প্রদান করেছেন জালালাবাদ ভবন ট্টাষ্টের চেয়ারম্যান আব্দুল হামিদ চৌধুরী ও সদস্য সচিব আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জালালাবাদ শিক্ষা ট্টাষ্টের চেয়ারম্যান ড.মোহাম্মদ ফরাস উদ্দিন ও সদস্য সচিব জালাল আহমেদ। নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।তিনি বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন।এসবি চৌধুরী নামেই বেশি পরিচিত এই গভর্নর দায়িত্ব পালন করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও আই আর ডির সচিব হিসেবে। অর্থনীতিবিদ হিসেবে তিনি দক্ষতার পরিচয় রেখেছেন কর্মজীবনে।
প্রসঙ্গত, সেগুফতা বখত চৌধুরী বাংলাদেশ ব্যাংকে ১৯৮৭ সালের ১২ এপ্রিল থেকে ১৯৯২ সালের ১৯ ডিসেম্বর পর্যন্ত গভর্নরের দায়িত্ব পালন করেন।