ঢাকা-১৮ সংসদীয় আসনের উপনির্বাচন
আওয়ামী লীগ প্রার্থীর শোডাউন
বিশেষ সংবাদদাতা : ঢাকা-১৮ সংসদীয় আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ হাবিব হাসানকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শোডাউন করতে দেখা গেছে।
সকাল পৌনে দশটায় উত্তরায় ৫ নম্বর সেক্টরের আইইএস স্কুল এন্ড কলেজে ভোট দিতে এসে প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে তিনি কেন্দ্রটিতে প্রবেশ করেন। এ সময় নেতাকর্মীদের তার সঙ্গে ভোট কেন্দ্রে দলবেঁধে ঘোরাঘুরি করতে দেখা গেছে। কয়েকজন নেতাকর্মীকে দলবেঁধে আসার কারণ জিজ্ঞাসা করলে তারা ওই প্রার্থীর সঙ্গে এসেছেন বলে জানান । আওয়ামী লীগের ওই প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান বিষয়টি স্বীকার করে বলেন, আমি তো নেতাকর্মীদের না করেছি। কিন্তু চলে আসলে কি করবো। নির্বাচন তো এক ধরনের উৎসব।
যদিও নির্বাচনী আচরবিধি অনুযায়ী কোনো প্রার্থী কোনো ভোট কেন্দ্রে ১৮০ মিটারের মধ্যে দলবেঁধে যাওয়ার নিয়ম না থাকলেও এই নিয়ম ভেঙ্গেই তিনি কেন্দ্রটিতে প্রবেশ করেছেন । জানা গেছে, এর পরের কেন্দ্রগুলোতেও তিনি তার নেতাকর্মীদের নিয়ে পরিদর্শন করবেন। এদিকে সরেজমিন গিয়ে দেখা গেছে, ওই প্রার্থী নেতাকর্মী নিয়ে কেন্দ্রে প্রবেশ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নীরব ভূমিকায় দেখা যায়। এই বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, যখন এতো নেতাকর্মী এক সঙ্গে ঢুকে তখন কিছু করার থাকে না।
কেন্দ্রটির একজন প্রিজাইডিং অফিসার রফিকুল বলেন, আমার কেন্দ্রের আশেপাশে কেউ আসেন। কিন্তু মাঠে আমি দেখেছি। তবে সেটা তো আমার এখতিয়ারের মধ্যে নেই।
এদিকে কেন্দ্রটির দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদুর রহমান বলেন, আমি কাউকে দেখিনি। এখানে বেশির ভাগই আপনাদের গণমাধ্যমকর্মী । আওয়ামী লীগের প্রার্থীর শতাধিক নেতাকর্মী নিয়ে প্রবেশের বিষয়টি নজরে নিয়ে এলে তিনি দেখেননি বলে জানান । তিনি বলেন, তখন আমি ছিলাম না।
উল্লেখ্য, গত ৯ জুলাই এই আসনের তৎকালীন সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যু হলে আসনটি শূন্য হয়। এরপর গত ২৮শে সেপ্টেম্বর উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
রাজধানীর উত্তরা, তুরাগ, উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর এবং খিলক্ষেত থানা নিয়ে গঠিত এই আসনের নিবন্ধিত ভোটার পাঁচ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা দুই লাখ ৯৬ হাজার ১৩৫ জন এবং নারী ভোটারের সংখ্যা দুই লাখ ৮১ হাজার ৫৩ জন।ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১৪টি ওয়ার্ডের আওতাধীন এই আসনে এবার ভোটকেন্দ্র থাকছে মোট ২১৭টি। এসব কেন্দ্রে মোট ভোট কক্ষের সংখ্যা এক হাজার ৩৫৩টি।
এই আসনে সংসদ সদস্য হতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী। এরা হলেন-ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান, বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন, গণফ্রন্ট প্রার্থী কাজী মো. শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের ওমর ফারুক, জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহিবুল্লা বাহার।