সৌদি দূতাবাস লক্ষ্য করে গুলি
পোস্ট ডেস্ক :
হেগে অবস্থিত সৌদি আরবের দূতাবাসের দিকে গুলি করা হয়েছে বৃহস্পতিবার ভোরে। তবে এতে কেউ হতাহত হননি। এ নিয়ে ডাচ পুলিশ তদন্ত করছে। পুলিশ বলেছে, বৃহস্পতিবার ভোর ৬টার আগেই হেগে অবস্থতি ওই ভবন লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয় নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।