জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন হিলারি ক্লিনটন?
পোস্ট ডেস্ক : সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত করার কথা বিবেচনা করছে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ট্র্যানজিশনাল টিম।
বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্ট ও ফক্সনিউজের খবরে এসব তথ্য মিলেছে।
এ সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, এই পদের জন্য সম্ভাব্য তালিকায় হিলারি ক্লিনটন আছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর জাতিসংঘে যুক্তরাষ্ট্রের মর্যাদা বাড়াতে ও অবস্থান শক্ত করতে তাকে নিয়োগ দেয়া হতে পারে।
হিলারিকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত করার খবর এমন এক সময় এসেছে, যখন দেশটির পররাষ্ট্রনীতি নিয়ে বিশ্ব নেতাদের ধারণা বদলে দিতে চেষ্টা করছেন বাইডেন।
ওই ব্যক্তি বলেন, আমি তাদের জানাতে চাই, আমেরিকা ফিরে এসেছে। আমরা খেলায় ফিরতে যাচ্ছি।
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান তখনকার ডেমোক্র্যাটদলীয় প্রার্থী হিলারি ক্লিনটন।
এর আগে প্রেসিডেন্ট বারাক ওবামার অধীন তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।