করোনায় সাবেক এমপি আবু হেনার মৃত্যু
বিশেষ সংবাদদাতা, ঢাকা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আবু হেনা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার দুপুর ২টার দিকে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ উপজেলার যোগীপাড়া ইউনিয়নে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। আবু হেনার ভাতিজা অ্যাডভোকেট মাহফুজের বরাত দিয়ে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আবু হেনা অসুস্থ হলে তিন দিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার পরীক্ষা করালে তাঁর করোনা পজিটিভ আসে। এ সময় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সবশেষ শনিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আবু হেনা ১৯৯৬ ও ২০০১ সালে পরপর দুইবার ধানের শীষ প্রতীক নিয়ে রাজশাহী-৪ (বাগমারা) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।
প্রবীণ এই নেতা সাবেক রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কাস্টমসের পরিচালক ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপির সভাপতি সাবেক রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।