মোমাছির আক্রমনে প্রাণ গেল কৃষকসহ অসংখ্য প্রাণীর

Published: 15 November 2020

বিশেষ সংবাদদাতা, ঢাকা : জামালপুরে দেওয়ানগঞ্জের ঝালরচরে মৌমাছির কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

এছাড়া মৌমাছির হুলে একটি ছাগলসহ ৩০টি কবুতর মারা গেছে। আরো কয়েকটি গরু-ছাগল মারাত্মকভ আক্রমণের শিকার হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল ১০টার দিকে ঝালরচর বাজার ব্রিজের উত্তর দিকে অবস্থিত দুলাল মিয়ার বাড়ির কাছে সামসুল হকের ছেলে সহিদুল ইসলাম জগেস (৫৫) মাঠে কাজ করছিলেন। এমন সময় মৌমাছির চাকে একটি চিল এসে ঠোকর দিলে মৌমাছি জগেসকে আক্রমণ করে। আশেপাশে থাকা অনেকগুলো গরুর ভেতর ৫টি গরু মারাত্মক আহত হয়। কিছুক্ষণ পর একটি গরু মারা যায়। এছাড়া ৩০টি কবুতর প্রাণ হারায়। এ সময় স্থানীয়রা জগেসকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দিদার মিয়ার বাড়ির কাছে যেতেই জগেস মারা যান। তিনি ৬ সন্তানের জনক।

এ সময় দুলাল মিয়া ও তার স্ত্রী মৌমাছির আক্রমণের শিকার হয়েছেন। দুজন হাসপাতালে ভর্তি হয়ে আজ সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। আক্রান্ত ৫টি গরু কয়েকটি ছাগল এখনো শঙ্কামুক্ত নয়।