পেন্টাগনে আসছে বাইডেনের চমক

Published: 15 November 2020

পোস্ট ডেস্ক : এরই মধ্যে ইতিহাস রচনা করেছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন।

তিনি সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট হচ্ছেন। অন্যদিকে তিনি প্রথমবারের মতো একজন নারীকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে সঙ্গে নিয়ে যাচ্ছেন হোয়াইট হাউজে। আরও চমক তার ঝুলিতে আছে। এবার তিনি পেন্টাগনের মতো স্পর্শকাতর স্থানে প্রধান করতে যাচ্ছেন একজন নারীকে। তিনি হলেন মাইকেল ফ্লাওয়ারনয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলে পরিচিত পেন্টাগনের বিষয়ে তিনি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।

এই পেন্টাগনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সময়ে দেখা গেছে ৫ জন পুরুষকে দায়িত্ব নিতে। তা নিয়ে বেশ উত্তেজনা দেখা দিয়েছিল। সর্বশেষ ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে বিদায় নিয়েছেন মার্ক এস্পার। সোমবার তাকে ওই পদ থেকে বরখাস্ত করেন ট্রাম্প। আগামী ২০ শে জানুয়ারি শপথ নেয়ার কথা রয়েছে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের। তার প্রশাসনে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ফ্লাওয়ারনয়কে নির্বাচিত করতে পারেন বাইডেন। এমন আলোচনা যুক্তরাষ্ট্রজুড়ে। পেন্টাগনের বাজেট যখন কমিয়ে আনার কথা হচ্ছে, করোনা ভাইরাসের টিকা বিতরণে সেনাবাহিনীর জড়িত হওয়ার কথা বলা হচ্ছে, তখন এই দায়িত্বে আসতে পারেন ফ্লাওয়ারনয়। দীর্ঘদিন ধরে এই বিভাগে একজন নারীকে চাইছেন ডেমোক্রেটরা। ২০১৬ সালে যদি ডেমোক্রেট হিলারি ক্লিনটন জিততেন তাহলে তার পছন্দে থাকতো ফ্লাওয়ারনয়। তবে এবার জো বাইডেনের সামনের সারিতে থাকা যেসব মন্ত্রীর নাম উঠে এসেছে, তার মধ্যে ফ্লাওয়ারনয়ের নাম আছে বলে শোনা যাচ্ছে। তিনি বিদেশে সামরিক বাহিনীর সমন্বয়ে বড় ভূমিকা পালন করেছেন। পেন্টাগনে অনেক বছর ধরে কাজ করছেন। ১৯৯০ এর দশকে তিনি এখানে কাজ শুরু করেছেন। ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত প্রতিরক্ষা নীতি বিষয়ক আন্ডারসেক্রেটারি ছিলেন তিনি।