বিশ্ব স্বাস্থ্য সংস্থায় করোনার হানা

Published: 17 November 2020

পোস্ট ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেনেভা হেডকোয়ার্টারে কর্মরত ৬৫ কর্মী প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আশঙ্কা করা হচ্ছে , একটি ছোট ক্লাস্টার থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এ নিয়ে তদন্ত করা হচ্ছে বলে সোমবার একটি সংবাদ সম্মেলনে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ সংস্থার প্রধান বিশেষজ্ঞ ডাক্তার মারিয়া ভ্যান কেরখোভ বলেন, গত সপ্তাহে যে ৫ কর্মীর দেহে করোনা শনাক্ত করা হয়েছে তার সবাই ভালো আছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সি বিষয়ের পরিচালক ডা. মাইক রায়ান বলেন, আমার জানা মতে ক্লাস্টারটি নিয়ে তদন্ত করা হচ্ছে ।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস কোয়ারেন্টাইন শেষে সোমবার কর্মস্থলে ফিরেছেন। এর আগে করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসায় গত ১ নভেম্বর কোয়ারেন্টাইনে যান গেব্রেয়াসুস।