কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রের আগুন
কখন বিদ্যুৎ আসবে সিলেট নগরীতে

Published: 17 November 2020

সিলেট অফিস : সিলেটের কুমারগাঁওয়ে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এলেও কখন বিদ্যুৎ সরবরাহ করা হবে তা বলতে পারছেন না কর্তৃপক্ষ।

তাই রাতে সিলেটের বিরাজ করছে ভূতুড়ে পরিবেশ। চারিদিকে অন্ধকার আর অন্ধকার। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় নাগরিক জীবনে নেমে এসেছে স্থবিরতা। অনেক এলাকায় দেখা দিয়েছে পানি সংকট। বাসা-বাড়ীতে মারাত্মক কষ্টে রয়েছেন মানুষজন। এদিকে সন্ধ্যার পর থেকে নগরীতে মানুষজনের চলাচল অনেকটা কমে যায়।
এদিকে কুমারগাও গ্রীডের কর্মকর্তারা জানিয়েছেন, তারা আগুন নিয়ন্ত্রনে আসার পর ক্ষয় ক্ষতি নিরুপনের কাজে রয়েছেন। বিদ্যুৎ বিভাগের যে সব ট্রান্সফরমার ক্ষতিগ্রস্থ হয়েছে সে গুলো পুণঃস্থাপন শেষে আবারও বিদ্যুৎ সরবরাহ করা হবে। তাদের মতে, সব কাজ শেষ করতে অনেক সময়ের প্রয়োজন তাই কবে আর কখন বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হবে তা এখনো বলা যাবে না।
বিকল্প পন্থায় বিদ্যুৎ সরবরাহ করার ব্যবস্থা রয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে একজন কর্মকর্তা জানিয়েছেন, এ রকম কোন ব্যবস্থা আপাতত তাদের নেই।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আজ রাতের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে না বলে জানাগেছে। সবকিছু কাজ শেষে আগামীকাল দিনের কোন এক সময় নগরীতে বিদ্যুৎ সরবরাহ করতে পারে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমারগাও ১২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।