প্রবাসীদের করোনা পরিক্ষা বাধ্যতামুলক
বিশেষ সংবাদদাতা : প্রবাসীরা বিদেশ থেকে নেগেটিভ সনদ নিয়ে আসলেও তাদের আবারো করোনা টেস্ট করা হবে। করোনা ভাইরাসের পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ জন্য বিমান বন্দরগুলোতে পরীক্ষা বাড়ানো হচ্ছে। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ কথা জানান ড. পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, প্রথম আসার পর প্রত্যেককে আমরা টেস্ট করবো। আমরা পিসিআর টেস্ট করে রেজাল্ট দেখবো কি অবস্থা। যদি নেগেটিভ আছে মেনে হয়, তখন তাদের সেলফ কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হবে। যারা নেগেটিভ নিয়ে আসবেন তাদেরও দেখবো অবস্থার কোনো পরিবর্তন হয়েছে কি না।
এদিকে বিশ্বের বিভিন্ন দেশে যখন করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে, তখন বাংলাদেশেও বেড়েছে সংক্রমণ। কিন্তু এ নিয়ে মানুষের মাঝে কমে এসেছে সচেতনতা। ফলে মাস্ক পরার বিষয়ে কঠোর হতে যাচ্ছে সরকার। এজন্য অভিযানে নামতে যাচ্ছে ভ্রাম্যমাণ আদালত।