কঙ্গনাকে মুম্বই পুলিশের সমন
পোস্ট ডেস্ক : বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত ও তার বোন রঙ্গোলি চান্ডেলকে ফের সমন পাঠাল মুম্বই পুলিশ।
আগামী ২৩-২৪ নভেম্বর বান্দ্রা থানায় তাদের হাজিরা দিতে বলা হয়েছে। অভিনেত্রী ও তার বোনের টুইটের জেরে সাম্প্রদায়িক অশান্তি ছড়াতে পারে, এই মর্মে থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তৃতীয়বারের জন্য দুই বোনকে সমন পাঠাল উদ্ধব ঠাকরের পুলিশ। অক্টোবর মাসে কঙ্গনা এবং তার বোনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ও টেলিভিশন চ্যানেলের মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনেন সাহিল আশরাফালি সায়েদ নামের এক কাস্টিং ডিরেক্টর। তার অভিযোগ, কঙ্গনা এবং রঙ্গোলি উসকানিমূলক বার্তা ছড়িয়ে দুই ভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছেন। সেই অভিযোগের ভিত্তিতেই মুম্বই পুলিশকে নথিভূক্ত করার নির্দেশ দেয় বান্দ্র মেট্রোপলিটন কোর্ট। আদালতের নির্দেশ মেনেই কঙ্গনা এবং তার বোন রঙ্গোলিকে সমন পাঠিয়েছে মুম্বই পুলিশ।
চলতি মাসের ৯ তারিখও তাদের সমন পাঠানো হয়েছিল। তখন দুজনকে ১০ তারিখ থানায় হাজির হতে বলা হয়েছিল। কিন্তু সে সময় তাদের ভাইয়ের বিয়ে থাকায় কিছুটা সময় চেয়েছিলেন অভিনেত্রী ও তার বোন। তাদের আইনজীবী জানিয়েছিলেন, ১৫ই নভেম্বর পর্যন্ত কঙ্গনা ও তার বোন পুলিশের সামনে হাজিরা দিতে পারবেন না। এরপর ফের বুধবার তাদের সমন পাঠাল পুলিশ। এবার তারা হাজির হন কি না, সেটাই দেখার বিষয়।