সিলেটে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক, চলবে রেশনিং পদ্ধতিতে

Published: 18 November 2020

সিলেট অফিস : সিলেট মহানগরী এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য ‘টেস্ট রান সফলের পর সন্ধ্যায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪টায় কুমারগাঁও গ্রিড সাব স্টেশনের বাস বার মেরামত সম্পন্ন হয়েছে। ৫টার আগে ‘টেস্ট রান’ করা হয় এবং এতে ত্রুটি ধরা না পড়ায় সন্ধ্যা ৬ টার পর থেকে ডিভিশন ১ ও ২-এ বিদ্যুৎ সরবরাহ করা হয়।

এর আগে বেলা ২টার দিকে গাজীপুর থেকে পাওয়ার ট্রান্সফরমার এসে সিলেটে পৌঁছায়। নতুন পাওয়ার ট্রান্সফরমার বসানোর পর পুরো সিলেট মহানগরী এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হতে পারে বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

অপরদিকে, দুটি পাওয়ার ট্রান্সফরমার-এর জায়গায় একটি দিয়ে আপাতত বিদ্যুৎ চালু করার চেষ্টা করছে পিডিবি। ফলে রেশনিং পদ্বতিতে লোড ভাগ করে বিভিন্ন ফিডারে দেয়া হবে।