সাকিবকে হুমকির ঘটনায় কঙ্গনার বিস্ফোরক মন্তব্য
পোস্ট ডেস্ক : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কলকাতায় পূজার অনুষ্ঠানে যাওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় এক ভিডিওবার্তায় এ নিয়ে ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। এ নিয়ে বলিউড ‘কুইন’ কঙ্গনা রানাউত সাকিব প্রসঙ্গে এক টুইট বার্তায় বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় এসেছেন।
কঙ্গনা তার টুইট বার্তায় লিখেছেন, ‘মন্দিরে এত ভয় কেন? কোনো কারণ তো থাকবে? এমনি এমনি কেউ এত ঘাবড়ে যায় না। আমি তো সারাজীবন মসজিদে থাকলেও রাম নাম কেউ হৃদয় থেকে মুছে দিতে পারবে না। নিজেদের ধর্মে বিশ্বাস নেই, নাকি হিন্দু অতীত তোমাদের মন্দিরের প্রতি আকর্ষিত করছে? প্রশ্ন করো নিজেকে…।’
তিনি টুইটে আরও বলেছেন, ‘তাদের কাছে এর জবাব নেই। তারা আপনার বাড়ি ভেঙে দেবে, জেলে পাঠিয়ে দেবে। আপনার আওয়াজ দমিয়ে রাখতে ডিজিটাল মাধ্যমেও রুদ্ধ করে দেয়। কোনো ডিজিটাল পরিচয় বন্ধ করা ভার্চুয়াল দুনিয়ায় হত্যার মতোই। এর বিরুদ্ধে কঠোর আইন থাকা দরকার।’
প্রসঙ্গত, গত মঙ্গলবার ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেওয়া মহসিন তালুকদারকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব।