রাজধানীতে র্যাবের অভিযান: অস্ত্র ও মাদকসহ স্বর্ণ ব্যবসায়ী মনির আটক
পোস্ট ডেস্ক : রাজধানীর মেরুল বাড্ডা থেকে মনির হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে অস্ত্র ও মাদকসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার সকালে র্যাব সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় আটকের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
বেলা ১১টায় রাজধানীর মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টের ১১ নম্বর সড়কে মনিরের বাসার সামনে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে রাতভর মনির হোসেনের বাসায় অভিযান চালানো হয়। র্যাব-৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে শুক্রবার মধ্যরাতে শুরু হয়ে শনিবার সকাল পর্যন্ত এই অভিযান চলে।
র্যাব জানিয়েছে, ছয়তলা বাড়ির তিনটি ফ্লোর নিয়ে এই ব্যবসায়ী থাকেন, বাকি তিনটি ফ্লোর খালি।
অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ টাকা এবং স্বর্ণালঙ্কার জব্দ করেছে র্যাব। চারটি গাড়ি পাওয়া গেছে, যার মধ্যে তিনটি গাড়ির বৈধ কাগজপত্র নেই।