ইসলামাবাদকে ভারতের হুঁশিয়ারি
পোস্ট ডেস্ক : জম্মু ও কাশ্মীরের নাগরোটায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে পাকিস্তানের জৈশ ই মোহাম্মদের জঙ্গিদের ভয়াবহ সংঘর্ষের পর ইসলামাবাদকে কড়া বার্তা দিল ভারত।
নয়াদিল্লির পাক দূতাবাসের চার্জ দা অ্যাফেয়ার্সকে সাউথ ব্লকের স্বরাষ্ট্র দপ্তরে ডেকে এনে সাফ জানিয়ে দেওয়া হল যে, পাকিস্তান যদি এইভাবে জঙ্গিদল পাঠিয়ে ভারতের সুস্থিতি ভাঙার চেষ্টা করে তাহলে ভারত তা বরদাস্ত করবে না। সেক্ষেত্রে পাকিস্তান যেন পরিণতির জন্যে তৈরি থাকে। নজিরবিহীনভাবে নাগরোটা সংঘর্ষ নিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে তিনি লিখেছেন- কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে একটি স্থানীয় নির্বাচন বাতিল করতে জৈশ ই মোহাম্মদের জঙ্গিরা নাগরোটায় আক্রমণ চালায়। আমাদের বীর সেনানীদের চেষ্টায় সেই আক্রমণ ব্যর্থ করে দেওয়া হয়েছে। কিন্তু, এই ধরণের চোরাগোপ্তা আক্রমণ আর সহ্য করা হবে না। উরিতেও এই জৈশ ই আঘাত হেনেছিল। যার জবাবে বালাকোট এয়ার স্ট্রাইক। পাকিস্তান যেন ভুলে না যায়। নাগরোটায় গভীর রাতে জৈশ জঙ্গিরা মর্টার ও বোমা নিয়ে ভারতে ঢুকে পড়ে সীমান্ত অতিক্রম করে। শুরু হয় ভয়াবহ সংঘর্ষ। চার জৈশ জঙ্গির মৃত্যু হয় এই এনকাউন্টারে। এক ভারতীয় সেনারও মৃত্যু হয়। মৃত জঙ্গিদের মোবাইল এ পাঠানো এস এমএস থেকে জানা যায়, পাকিস্তানে তাদের হ্যান্ডলারদের সঙ্গে অপারেশন এর পূর্বমুহুর্ত পর্যন্ত যোগাযোগ ছিল এই জঙ্গিদের। একটি এস এম এসে পাকিস্তান থেকে জানতে চাওয়া হয়, জঙ্গিরা কোনও সমস্যায় পড়েছে কিনা। জবাবে এক জঙ্গি লেখে, কোন তকলিফ নেই। রাত দুটোয়। অর্থাৎ, আক্রমণের সময় নির্দিষ্ট করে দেয় ওই জঙ্গি। ভারত এই এস এম এস গুলিকে প্রমান হিসেবে দাখিল করছে।