মারা গেছেন অভিনেত্রী লীনা
পোস্ট ডেস্ক : মারা গেছেন ভারতীয় টিভি অভিনেত্রী লীনা আচার্য। শনিবার কিডনিজনিত সমস্যায় তিনি মারা গেছেন।
ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন লীনা। লীনাকে সুস্থ করার জন্য তাঁর মা একটি কিডনিও দান করেছিলেন। তবে শেষরক্ষা হলো না।
প্রথমে রটেছিল, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেত্রীর। পরে অবশ্য পরিবারের পক্ষ থেকে জানানো হয়, কিডনি বিকল হওয়ার কারণেই মারা যান লীনা।
‘শেঠ জি’, ‘আপকি আ জানে সে’, ‘মেরি হানিকারক বিবি’সহ বেশ কিছু হিন্দি ধারাবাহিক ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন লীনা। এক বছর ধরে তিনি কিডনির চিকিৎসা নিচ্ছিলেন।
এই অভিনেত্রীর মৃত্যুতে শোক জ্ঞাপন করে চিত্রনাট্যকার ও অভিনেতা অভিষেক গৌতম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘আমার কাছের বন্ধু ও খুবই চমৎকার একজন অভিনেত্রী লীনা আচার্য। সব সময়ই অন্যের পাশে থাকত। পৃথিবী থেকে বিদায় নিয়েছে। একজন ভালো বন্ধু হারালাম। তোমাকে অনেক মনে পড়বে।’
এই অভিনেত্রীকে স্মরণ করে তাঁর সহ-অভিনেতা রোহান মেহরা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘শান্তিতে থাকুন লীনা আচার্য ম্যাডাম। আপনাকে মনে পড়বে।’