মেসি প্রশ্নে বিরক্ত গ্রিজমান
পোস্ট ডেস্ক : নেইমার কিংবা লুই সুয়ারেজদের সঙ্গে যেমন সম্পর্ক ছিল লিওনেল মেসির, অ্যান্টোয়ান গ্রিজমানের সঙ্গে তেমন সম্পর্ক
তো নেই-ই আর্জেন্টাইন তারকার; বরং ক্ষেত্রবিশেষে তা বেশ খারাপই। এমন গুঞ্জনের শুরু গ্রিজমানের চাচার মন্তব্য থেকে। এরপর মেসিকে এ বিষয়ে প্রশ্ন শুনতে হয়েছে। এবার শুনতে হলো ফরাসি তারকাকেও। উত্তরটাও হলো একই রকম। এমন প্রশ্নে বিরক্তিই প্রকাশ করেছেন গ্রিজমান।
অ্যাটলেটিকো থেকে বার্সায় আসার পর ফরাসি ফরোয়ার্ড যেন হয়ে আছেন নিজের ছায়া। এর কারণ হিসেবে সপ্তাহখানেক আগে মেসির ‘ত্রাসের রাজত্ব’কে দায়ী করেন গ্রিজমানের চাচা এরিক ওলাত। এ বিষয়ে মেসিকে প্রশ্ন করা হলে গেল সপ্তাহে তিনি বলেছিলেন, ‘ক্লাবের সব সমস্যার মূলে দায়ী করা হচ্ছে আমাকে। এসবে আমি ক্লান্ত।’
সম্প্রতি মুভিস্টারকে দেওয়া সাক্ষাত্কারে গ্রিজমানও প্রতিক্রিয়া দেখালেন মেসির মতোই। বললেন, ‘এসব বহুদিন ধরে শুনছি আমি। এখন বলতে হবে আমাকে, যথেষ্ট হয়েছে, আর নয়।’ তিনি আরো যোগ করেন, ‘আমার এজেন্ট হচ্ছে আমার বোন, এসব নিয়ে কোনো মন্তব্য করে না সে। আমার বাবা-মাও করে না। করেছে আমার চাচা, যার সঙ্গে আমি কথাই বলি না।’
তবে এসবে মেসির সঙ্গে সম্পর্কে চিড় ধরবে না একটুও, আশাবাদ গ্রিজমানের। বললেন, ‘লিওকে আমি কেমন সম্মান করি, তা সে জানে। তার কাছ থেকে শিখি আমি। আমি তাকে বলেছি, এসবে মোটেও আমার হাত নেই। আশা করছি এসব গুঞ্জনের প্রভাব আমাদের সম্পর্কে প্রভাব পড়বে না।