হাটহাজারীতে সড়কে ছাত্রলীগ, অগ্নিসংযোগ
পোস্ট ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীতে আল আমিন সংস্থার তাফসিরুল কোরআন মাহফিলে অংশ নিতে অবস্থানরত হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হককে প্রতিহত করতে সড়কে অবস্থান নিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে মামুনুলকে প্রতিহত করতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করেন তারা।
বিকেলে নগর ছাত্রলীগের কর্মীদের নগরীর অক্সিজেন মোড়ে, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের নেতৃত্বে হাটহাজারী সড়কের বড়দীঘির পাড় এলাকায় ও হাটহাজারী উপজেলা ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা ফতেয়াবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১নং গেইট এলাকায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেয়ার কথা রয়েছে।
ঘোষিত কর্মসূচির পূর্বে জুমার নামাজের আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১নং গেইট হাটহাজারী মহাসড়ক এলাকায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে ও সড়কে টায়ার জ্বালিয়ে ও অগ্নিসংযোগ করে। এতে মুহূর্তে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। নেতাকর্মীরা সেখানে ‘রাজাকার যেখানে প্রতিরোধ সেখানে, মামুনুল হক যেখানে প্রতিরোধ সেখানে’, ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘বীর চট্টলার মাটিতে মামুনুল হকের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে বাঙালি বাঙালি’, ‘আমাদের ধমনীতে শহীদের রক্ত’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছেন।
র্যাব-৭ হাটহাজারী ক্যাম্প এর অধিনায়ক মেজর মুশফিকুর রহমান বলেন, চট্টগ্রাম হাটহাজারী মুখী মহাসড়ক ছাত্রলীগের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধে খবর পেয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। হাটহাজারীতে এখনো পর্যন্ত পরিস্থিতি শান্ত আছে।
সেখানে আমাদের লোকজন আছে। প্রশাসনের পক্ষ থেকে সবরকম প্রস্তুতি আছে। দ্ইুদিন যাবত মাহফিল হচ্ছে। আশা করি পরিস্থিতি ভালো থাকবে।
মামুনুল হক গতকাল হাটহাজারীর উদ্দেশ্যে রওনা দিয়ে আজ (শুক্রবার) সকাল সাড়ে আটটায় মাদ্রাসায় উপস্থিত হন। জুমার নামাজের পর বিশ্রাম নিয়ে বাদ এশা হাটহাজারী পাবর্তী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিনদিনের তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী দিনে তিনি প্রধান বক্তার হিসেবে বক্তব্য রাখবেন বলে জানান আল আমিন সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা আহসান উল্লাহ মাস্টার।