বিয়েতে জামাইকে শাশুড়ির উপহার একে ৪৭
পোস্ট ডেস্ক : বিয়ের আসরে মেয়ের স্বামীর হাতে একে-৪৭ তুলে দিয়েছেন এক শাশুড়ি। টুইটারে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে গেছে। জানা গেছে, ঘটনাটি পাকিস্তানের।
মার্কিন সংবাদমাধ্যম ডেইলি স্টার এক প্রতিবেদনে বলেছে, বিয়ের অনুষ্ঠান হয়েছে ইসলামাবাদে। যিনি একে-৪৭ উপহার দিচ্ছেন, তিনি শাশুড়ি এবং উপহারটি পেয়ে মেয়ের স্বামী বেশ খুশি।
এ সময় কনে পাশেই বসে ছিল। তাকেও বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। রাইফেল হাতে নেওয়ার জন্য এবং ছবি তুলতে উঠে দাঁড়িয়ে পোজ দিয়েছেন বর।
আদিল আহসান নামে এক ব্যক্তি ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন। পাকিস্তানের করাচিতে বসবাসরত একজন সাংবাদিক তিনি। সামা টিভিতে কর্মরত আছেন।