ব্রিটেনের ভ্যাকসিন বিষয়ক মন্ত্রী হলেন নাদিম জাহাওয়ী
পোস্ট ডেস্ক : ব্রিটেনের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম পরিচালনার ভার দেয়া হয়েছে দেশটির বাণিজ্যমন্ত্রী নাদিম জাহাওয়ীকে।
তাকে সাময়িক সময়ের জন্য দেশটির ভ্যাকসিন বিষয়ক স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বড়দিনের পূর্বেই ভ্যাকসিন কার্যক্রম শুরু হতে যাচ্ছে ব্রিটেনে। জাহাওয়ী দেশটির স্ট্রাটফোর্ড-অন-অ্যাভনের এমপি। তাকে আগামী গ্রীষ্ম পর্যন্ত এই দায়িত্ব দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এক টুইটে জানান, নতুন এই সিদ্ধান্তে তিনি আনন্দিত। বর্তমানে জাহাওয়ীর প্রাথমিক কাজ হবে মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দেয়া নিশ্চিত করা। এ নিয়ে জাহাওয়ী নিজেও একটি টুইট করেছেন।
এতে তিনি তাকে দেয়া দায়িত্বকে স্বাগত জানিয়ে বলেন, অনেক বড় দায়িত্ব পেয়েছি, অনেক বড় চ্যালেঞ্জ সামনে। তিনি ব্রিটিশ জনগণকে যত দ্রুত সম্ভব ভ্যাকসিন সরবরাহ করার প্রতিশ্রুতি প্রদান করেন।