বিশ্বে আক্রান্ত ৬ কোটি ২১ লাখ ছাড়াল
পোস্ট ডেস্ক : যাদের রক্তের গ্রুপ ‘ও’ অথবা আরএইচ-নেগেটিভ, তাদের করোনার ঝুঁকি অনেক কম। বিজ্ঞানীরা ২ লাখ ২৫ হাজার ৫৫৬ জন কানাডিয়ানের ওপর গবেষণা করে এমন তথ্য পেয়েছেন। তাছাড়া ভিটামিন-ডি সেবন করোনা প্রতিরোধে খুব একটা সহায়ক নয় বলেই দেখতে পেয়েছেন তারা।
গবেষকরা জানান, যাদের রক্তের গ্রুপ-এ, এবি অথবা বি, তাদের তুলনায় যাদের রক্তের গ্রুপ ‘ও’, তাদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি শতকরা ১২ ভাগ কম। এদের ক্ষেত্রে করোনায় ভয়াবহ ঝুঁকি বা মৃত্যুর ঝুঁকিও শতকরা ১৩ ভাগ কম। মঙ্গলবার অ্যানালস অব ইন্টারনাল মেডিসিনে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে।
এদিকে বিশ্বে গেল ২৪ ঘণ্টায় আরও ৬ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে মোট রোগীর সংখ্যা ৬ কোটি ২১ লাখ ছাড়িয়ে গেছে।
বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ কোটি ২১ লাখ ৯ হাজার ৮৪২ জন। মারা গেছেন ১৪ লাখ ৫১ হাজার ৭২৫ জন। অবস্থা আশঙ্কাজনক ১ লাখ ৫ হাজার ২১০ জনের।
সুস্থ হয়েছেন ৪ কোটি ২৯ লাখ ৬৪০ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ১৩ হাজার ২৪২ জন। একই সময়ে বিশ্বে ১০ হাজার ৮২০ জনের মৃত্যু হয়েছে।
বিশ্ব তালিকায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ১ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৫২০ জন, মারা গেছেন ২ লাখ ৭১ হাজার ২৯ জন। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে মোট রোগী ৯৩ লাখ ৫১ হাজার ২৫৮ জন, মৃত্যু হয়েছে ১ লাখ ৩৬ হাজার ২৭৩ জনের। বিশ্বে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত ৬২ লাখ ৩৮ হাজার ৩২১ জন, মারা গেছেন ১ লাখ ৭১ হাজার ৯২৪ জন।
চতুর্থ স্থানে রাশিয়ায় করোনা রোগীর সংখ্যা ২২ লাখ ৪২ হাজার ৬৪৭ জন। দেশটিতে মারা গেছেন ৩৯ হাজার ৬৮ জন। পঞ্চম স্থানে ফ্রান্সে করোনা রোগীর সংখ্যা ২১ লাখ ৯৬ হাজার ১৬০ জন। দেশটিতে মারা গেছেন ৫১ হাজার ৯৫৭ জন।