রাজমহলে চলছে..
।। জাহাঙ্গীর খান।।
রাজমহলে চলছে আজ নথি নিয়ে খুজাখুজি
সিংহাসনের উত্তরসূরীদের নাহি কোন সমীহ।
আমি হয়তো নয় এই মহলের রাজা
রাজার চেয়ে জ্ঞানী স্বয়ং এক প্রজা।
প্রসাদে নেই মোর ভালো কোন প্রভাব
জ্ঞানীদের কাছে মোর আছে ভালো স্বভাব।
নিজে নয় কোন সহস্রা বাহিনীর অস্ত্র দারি
আমি হলাম শুধু এক কলম সৈনিক।
অস্ত্রহাতে যুদ্ধ করা এটা নয় মোর বৃত্তি
কলম দিয়ে সমর করা হল মম কুলশীল।
আমার লেখনী ক্ষেপণাস্ত্রে্র চেয়ে ও দ্রুতগামী
ভয় বৃতি ভুলে গিয়ে বিদ্রোহকে করি আলিঙ্গন।
সমাজনীতি্র পরিবর্তনে সর্বক্ষণ আছি উত্কণ্ঠিত
অন্যায় অবিচারের বিরুদ্ধে করি সংগ্রাম।
কাগজের পাতা হল আমার রণাঙ্গন
মোর লিখা নাদ হলো অগ্নিগিরির লেলিহান শিখা ।