কাউন্সিলর পুরু মিয়া লেবার পার্টি থেকে সাময়িক বরখাস্ত

Published: 2 December 2020

পোস্ট ডেস্ক : ফেইসবুকে ইহুদি জাতিকে নিয়ে করা একটি মন্তব্যের অভিযোগে লেবার পার্টি থেকে সাময়িকভাবে বরখাস্ত হলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মাইল এন্ড ওয়ার্ডের কাউন্সিলর পুরু মিয়া।

তার বিরুদ্ধে এন্টি সেমিটিজমের অভিযোগে তদন্ত শুরু করেছে লেবারপার্টি। তদন্ত চলাকালীন সময়ে তিনি প্রশাসনিকভাবে পার্টি থেকে বরখাস্ত থাকবেন বলে পার্টির একটি সূত্র জানিয়েছে।

এদিকে ২০১৪ সালে সামাজিক মাধ্যমের পোস্টের জন্যে ক্ষমা চেয়েছেন কাউন্সিলর পুরু মিয়া। এক বিবৃতিতে তিনি বলেছেন, লেবার পার্টিতে যোগ দেওয়ার আগে পুস্তক বাণিজ্যে জড়িত ছিলেন তিনি। পাঠ্যপুস্তক কেনা-বেচার সময় একজন ইসরায়েলী ইতিহাসবিদের একটি লেখার সঙ্গে দ্বিমত পোষণ করতে গিয়ে ফেইসবুকে তিনি ঐ পোস্ট লিখেছিলেন। পোস্টের কিছু অংশের কারণে তিনি এখন লজ্জিত বলে জানিয়েছেন কাউন্সিলর পুরু মিয়া। ফেইসবুকের দীর্ঘ পোস্টের এক জায়গায় ইহুদি জাতির কোনো বাস্তব ভিত্তি নেই” বলে মন্তব্য করেছিলেন পুরু মিয়া। যদিও পোস্টটি ফেইসবুক থেকে মুছে ফেলেছেন তিনি ।

উল্লেখ্য কাউন্সিলর পুরু মিয়া লেবার পার্টি সমর্থক বাম সংগঠন মোমেন্টামের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ছিলেন। ২০১৭ সালের সাধারণ নির্বাচনের সময় বামপন্থিদের সংগঠন মোমেন্টামের গ্রুপের জাতীয় কোষাধ্যক্ষ থেকেও তিনি একটি রাজনৈতিক দলের নির্বাচনী ক্যাম্পেইনারেরও দায়িত্ব পালন করেন। গত বছর ইংল্যান্ডের ইলেক্ট্ররাল কমিশন জানিয়েছে, নির্বাচনের সময় প্রায় ১৫ হাজার পাউন্ডের বেশি অঘোষিত দান গ্রহণ করেছে মোমেন্টাম। কিন্তু ইলেক্টরাল কমিশনে জাতীয় কোষাধ্যক্ষ হিসেবে ওই দানকৃত অর্থের যথাযথ নথিপত্র বা প্রমাণ দেখাতে ব্যর্থ হন তিনি।