ভারত যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
পোস্ট ডেস্ক : সামনের বছর ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই তাকে এ আমন্ত্রণ জানিয়েছেন। আর সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বরিস জনসন।
চলতি বছরের ২৭ নভেম্বর টেলিফোনে কথা বলার সময় বরিস জনসনকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি। অন্যদিকে ২০২১ সালে যুক্তরাজ্যে জি-সেভেন সম্মেলনে অংশগ্রহণের জন্য মোদিকে আমন্ত্রণ জানান বরিসন জনসন।
ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছেন। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে করোনাভাইরাস নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন দু’জনই।
গত ২৭ নভেম্বর নেরন্দ্র মোদি এক টুইট বার্তায় জানান, বন্ধু জনসনের সঙ্গে দারুণ আলোচনা হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের ব্যাপারে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছি আমরা।