জুড়ীতে টিলা কাটার দিয়ে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতাঃ মৌলভীবাজারের জুড়ীতে টিলা কাটার অপরাধে দুইজনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। জানা যায়, উপজেলার সাগরনাল ইউনিয়নের সমাই এলাকার বাসিন্দা মামুন আহমদ ও আনোয়ারা বেগম তাদের মালিকানাধীন পৃথক দুটি টিলা শ্রমিক দিয়ে কাটছিলেন। এরকম অভিযোগের ভিত্তিতে ঐ দুই ব্যক্তির বাড়ীতে উপস্থিত হয়ে টিলা কাটার সত্যতা পান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান। পওে তিনি সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা প্রদান করে তা আদায় করেন।
উপজেলা সহকারি কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, তাদের দুইজনকে পরিবেশ সংরক্ষণ আইনে জরিমানা প্রদান করে তা আদায় করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।