আখেরী-জমানা

Published: 4 December 2020

।। মো: লুৎফুর রহমান।।

সরফঞ্চ আছিল গ্রামে
বিচার ইনসাফ করতা সমানে।
ময়-মুরুব্বী হকলে মানতা
বিচার আচার সঠিক করতা।
মান সন্মান ইজ্জতের কথা
এখন ও ইতিহাসে লেখা।
দেশ স্বাধীন হইল
চেয়ারম্যান মেম্বার শুরু হইল।
এলাকার সন্মানী মানুষ যারা
চেয়ারম্যান মেম্বার হইতা তাঁরা।
একজন চেয়ারম্যানর ইশারা
ইউনিয়নবাসী চলতা সারা।
মেম্বার সাব আছলা যিনি
গ্রামের মাতব্বর তিনি।
এখন সময় আইছে
মেম্বার চেয়ারম্যানর ইজ্জত গেছে।
বাফ দাদার খবর নাই
পোষাক আসাকে শুধু বড়াই ।
আলির মা টালির মা
চেয়ারম্যান মেম্বার সারা।
ময়-মুরব্বী হকলে খালি কইন
ইতা হইলো আখেরী-জমানা।