ষাটোর্ধ্ব গৃহশিক্ষকের হাতে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন কবিতা
পোস্ট ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কবিতা কৌশিক। ছোট পর্দাতেই বেশি কাজ করতে দেখা যায় তাঁকে। নিজের জীবনে ঘটে যাওয়া দুঃসহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন তিনি। শৈশবে ষাটোর্ধ্ব গৃহশিক্ষকের হাতে নাকি যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তিনি। সম্প্রতি বিগবসের প্রতিযোগীতায় জীবনের এই অন্ধকার পর্বের কথা বলেছেন তিনি। বিগ বস ১৪-র একজন প্রতিযোগী কবিতা কৌশিক।
বিগ বসের সকল প্রতিযোগীকে বলা হয়েছিল তাঁদের জীবনের কোনো নিদারুণ অভিজ্ঞতার কথা শেয়ার করতে। সেই সময় কবিতা তাঁর শৈশবের এই তিক্ত স্মৃতি বাকিদের সঙ্গে ভাগ করে নেন।
কবিতা জানান, সে সময় আমি ১১ বছরের বালিকা। গণিতে আমি দুর্বল ছিলাম। তাই আমার জন্য একজন গৃহশিক্ষক নিযুক্ত করা হয়েছিল। ৬৫ বছর বয়সী ওই প্রৌঢ় বাড়িতে এসে অংক শেখাতেন। একদিন বাড়িতে বাবা মা না থাকায় নির্দিষ্ট সময়ে পড়াতে এসেছিলেন ওই শিক্ষক। ফাঁকা বাড়িতে আমার সঙ্গে অশ্লীল কথা বলেছিলেন। এখানেই শেষ নয়। চেষ্টা করেছিলেন আমাকে অশালীনভাবে স্পর্শ করারও। ভীষণ ভয় পেয়ে যাই। আমি ওই শিক্ষককে বলেছিলাম বাবা-মা সব বলে দেবো।’
আর সব থেকে বড় বিষয় ওই শিক্ষকের কথা মা-বাবাকে বলেছিলাম। কিন্তু মা বিশ্বাস করেননি। শিক্ষকের কথাই বিশ্বাস করেছিলেন। মা ভেবেছিলেন অংক করবো না বলে বাহানা দিচ্ছি। তাঁর কথা বিশ্বাস না করলেও এর পর ওই গৃহশিক্ষকের বাড়িতে আসা বন্ধ হয়েছিল। কবিতার বাবা-মার মনে হয়েছিল শিক্ষক পরিবর্তন করলে তাঁর গণিতে আগ্রহ বাড়বে। কিন্তু সে আশাও সত্যি হয়নি।
২০০১ সালে তিনি দিল্লিতে অডিশন দেন ‘কুটুম্ব’ সিরিয়ালের জন্য। এরপর কাজের সুবিধের জন্য তিনি দিল্লি থেকে চলে আসেন মুম্বাই। কুটুম্ব ছাড়াও ‘কোই আপনা সা’, ‘কাহানি ঘর ঘর কি’, ‘কমল’, ‘কাহানি তেরি মেরি’ সহ কে সিরিজের বহু সিরিয়ালে অভিনয় করেছেন কবিতা। তবে আজও কোনও পৌঢ়কে দেখলে ভয় হয় তার। কিছুতেই ভুলতে পারেন না ছোটবেলার স্মৃতি।