ট্রায়ালে অংশ নেয়া ভারতের মন্ত্রী করোনায় আক্রান্ত
পোস্ট ডেস্ক : নভেম্বরে করোনার একটি ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নিয়েছিলেন অনিল ভিজ।
তিনি ভারতের হরিনায়ানার স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরও করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ শনিবার টুইটারে নিজেই করোনা আক্রান্তের খবর জানিয়েছেন তিনি।
৬৭ বছর বয়সী মন্ত্রী অনিল ভিজ তার সংস্পর্শে যারা এসেছেন তাদের করোনা পরীক্ষার আহ্বান জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি হরিয়ানার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বেও রয়েছেন তিনি। গত ২০শে নভেম্বর ভারত বায়োটেকের ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়ালে অংশ নিয়েছিলেন।