পরিবেশ সুন্দর রাখতে হলে গাছের ও বিকল্প নেই-পরিবেশ মন্ত্রী

Published: 5 December 2020

জুড়ী প্রতিনিধি :  করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মৌলভীবাজার জেলা পুলিশের মাস্ক বিতরণ সপ্তাহ পালন প্রশংসনীয়। জুড়ী থানা পুলিশের মাধ্যমে পুলিশ সুপারকে ধন্যবাদ জানাই।করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে হলে সঠিকভাবে মাস্ক পরতে হবে।


মাস্ক পরা ও সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে হবে।সর্বোপরি স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার ব্যাপারে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। করোনা মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করতে হবে।

আমাদের পরিবেশ সুন্দর রাখতে হলে গাছের ও বিকল্প নেই।আর শুধু গাছ লাগালেই হবেনা,গাছের পরিচর্যা করতে হবে।তিন চার বছর গাছের যত্ন নিলেই পরিবেশ দৃষ্টিনন্দন হয়ে যাবে।

শনিবার দুপুর সাড়ে ১২ টায় মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা হাসপাতাল ব্যবস্হাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে কথাগুলো বলেছেন বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দীন এমপি।

অধিকাংশ লোকই করোনা পরীক্ষা করাতে অনাগ্রহী। ফলে একজন আক্রান্ত হলে পরিবারের সবাই আক্রান্ত হচ্ছেন।দ্বিতীয় ধাপে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে।কিন্তু স্যাম্পুল দিতে অনাগ্রহী হওয়ায় সনাক্তের হার কম দেখা যাচ্ছে। সদস্যরা করোনা পরিস্হিতিতে উদ্বেগ প্রকাশ করলে জবাবে মন্ত্রী বলেন,লক্ষ্মণ দেখা দিলে নিজ দায়িত্বে করোনা পরীক্ষা করাতে উদ্বুদ্ধ করার জন্য কমিটির সকল সদস্যদের প্রতি আহ্বান করছি।

” মুজিববর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ” এই শ্লোগানকে সামনে রেখে হাসপাতালে মানুষকে যথাযথ সেবা দিতে বিভিন্ন ধরণের সমস্যা বিশেষকরে শুণ্য পদগুলো পুরণের কথা তুলে ধরে মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা কামনা করলে জবাবে তিনি বলেন,পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধান করা হবে।

সভায় আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা হাসপাতাল ব্যবস্হাপনা কমিটির সদস্য উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রনজিতা শর্মা, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী, কমিটির সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিত সিংহ,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শহীদুল আমিন, সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রতিনিধি মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টু,পঃ জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সিএনআর এনজিও সংস্হার প্রতিনিধি জাকারিয়া আহমদ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ প্রিয়জ্যোতি ঘোষ অনিক এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন স্বাস্থ্য সহকারী মুজিবুর রহমান। পবিত্র গীতা পাঠ করেন স্বাস্হ সহকারী অমল রুদ্র পাল