যুক্তরাষ্ট্রকে চীনের পাল্টা হুমকি

Published: 7 December 2020

পোস্ট ডেস্ক : মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে যে, হংকংয়ে দমনপীড়নের অভিযোগে চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন করে অবরোধ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

যদি এই খবর সত্য হয় তাহলে এর কড়া প্রতিবাদ ও নিন্দা জানায় চীন। এ ঘটনাকে চীনের আভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বলে মনে করে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিংকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয় তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ভুল পথ অবলম্বনের দিকেই ধাবিত হয়, তাহলে চীন তার সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা ব্যবস্থা নেবে। এর আগে সূত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্সের এক খবরে বলা হয়, হংকং লেজিসলেটিভ থেকে বিরোধী দলীয় আইন প্রণেতাদের অযোগ্য ঘোষণা করা হয়। এতে বেইজিংয়ের ভূমিকা থাকার অভিযোগে কমপক্ষে এক ডজন চীনা কর্মকর্তার বিরুদ্ধে অবরোধ দেয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।