ফাইজারের ভ্যাকসিন অ্যালার্জি রোগীদের সতর্ক বার্তা দিল এমএইচআরএফ

Published: 9 December 2020

পোস্ট ডেস্ক : দেহে সামান্য অ্যালার্জির থাকলেই ফাইজারের করোনা ভ্যাকসিন বায়োএনটেক নেবেন না।

ব্রিটেনের ভ্যাকসিন নিয়ন্ত্রকরা এই কথা জানিয়ে দিয়েছেন। ন্যাশনাল হেলথ সার্ভিসের দুই কর্মী বায়োএনটেক ভ্যাকসিন নেয়ার পরই তাদের অ্যালার্জির ভয়াবহ প্রকোপ দেখা যায়। এরপরই এমএইচআরএফের পক্ষে এই সতর্কবার্তা প্রচার করা হয়েছে। এমএইচআরএফ প্রধান ডা. জুন রাইনে বলেছেন, শরীরে অ্যালার্জি থাকলে বা অ্যালার্জিপ্রবণ হলে এই কোভিড ভ্যাকসিন না নেয়াই সঙ্গত। উল্লেখযোগ্য মঙ্গলবারই ব্রিটেনে এই ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। সকাল ৬টা ৩১ মিনিটে ৯০ বছরের মার্গারেট কিনান হলেন প্রথম গ্রহীতা। ব্রিটেনের চিফ মেডিকেল অফিসার ক্রিস হোয়াইটি বলেছেন, ভ্যাকসিনের প্রাথমিক প্রতিক্রিয়ায় এগুলো দেখা যেতে পারে, কিন্তু অ্যালার্জি থাকলে এই ভ্যাকসিন না নেয়াই সঙ্গত।