ওসমানীতে ‘মেডিকেল স্ক্রিনিং সেন্টার স্থাপনের’ সিদ্ধান্ত

Published: 9 December 2020

সিলেট অফিস :  সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মেডিকেল স্ক্রিনিং সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড পেন্ডামিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্পের আওতায় এটি স্থাপন হবে বলে জানা গেছে। স্বাস্থ্য সেবা বিভাগের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য অধিদফতর।

জানা গেছে, প্রকল্পের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে সিলেটসহ ২৭টি মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপন করা। আইইডিসিআর ও বিআইটিআইডিতে বিএসএল-৩ ল্যাব স্থাপন করা এবং একটি মোবাইল মাইক্রোবায়োলজি ল্যাব স্থাপন।
এছাড়া প্রতিটি জেলা সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিট স্থাপন করা। ১০টি মেডিকেল কলেজ হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিট স্থাপন করা। ঢাকা ও চট্টগ্রাম সংক্রামক হাসপাতালে ৫ শয্যার আইসিইউ সেন্টার স্থাপন করা।
তাছাড়া সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি, চট্টগ্রামের শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি, চট্টগ্রাম স্থলবন্দরে একটি এবং মংলা স্থলবন্দরে একটিসহ মোট সাতটি মেডিকেল স্ক্রিনিং সেন্টার স্থাপন করা হবে।