সিলেটে অপরিকল্পিত উন্নয়ন কেড়ে নিল কবি ও ছড়াকার বাসিত মোহাম্মদের প্রাণ
সিলেট অফিস : সিলেটের সুপরিচিত কবি, ছড়াকার ও সাবেক শিক্ষক নেতা আব্দুল বাসিত মোহাম্মদ আর নেই।
তিনি আজ বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে অপরিকল্পিত উন্নয়নের শিকার হয়ে এম,এ,জি, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা’জিউন)।
গত সোমবার সন্ধ্যায় নগরীর জনবহুল আম্বরখানাস্থ হুরায়রা ম্যানশনের সামনে নিরাপত্তা বেষ্টনী ব্যতিরেকে সিলেট সিটি করপোরেশন কর্তৃক নির্মাণাধীন ড্রেনে পড়ে মারাত্মক আহত হন তিনি। ড্রেনের রড তাঁর পেটে ঢুকে যায়। সংকটাপন্ন অবস্থায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গত তিন দিন ওসমানী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় আজ ভোরে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
আজ বাদ আছর নগরীর চৌকিদেখি জামে মসজিদে মরহুম বাসিত মোহাম্মদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।