যে কারণে ইনস্টাগ্রামে নিষিদ্ধ পর্নো তারকা
পোস্ট ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম থেকে নিষিদ্ধ করা হয়েছে একজন পর্নো তারকা কেন্দ্রা সান্দারল্যান্ডকে। তিনি মদ্যপ অবস্থায় কৌতুক করতে করতে দাবি করেন, তিনি নগ্নতা বিষয়ক কন্টেন্ট পোস্ট করতে পারেন ইনস্টাগ্রামে।
কারণ, ইনস্টাগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা এডাম মোসেরির সঙ্গে তিনি যৌন সম্পর্ক স্থাপন করেছেন। তবে এডাম মোসেরি এবং ইনস্টাগ্রামের কোনো নির্বাহীর সঙ্গে ওই পর্নো তারকার কোনোই যোগসূত্র নেই দাবি করে তার বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে ইনস্টাগ্রাম। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন ডেইলি মেইল। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে কেন্দ্রা সান্দারল্যান্ড ইনস্টাগ্রামে একটি টপলেস ছবি পোস্ট করেন। এই ছবি সেখানে বেশ কয়েক সপ্তাহ অবস্থান করছিল। এ ছাড়া তিনি যৌন রগরগে কাহিনীও বুধবার রাতে পোস্ট করেন ইনস্টাগ্রামে।
এরপর বৃহস্পতিবার তার পেজটি প্রত্যাহার করে নেয় ইনস্টাগ্রাম। বুধবার ওইসব পোস্ট দেয়ার পর তিনি দাবি করেন, এই সামাজিক যোগাযোগ মাধ্যমের নীতি লঙ্ঘন করা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয়া হয় নি। তাই কয়েক সপ্তাহ আগে তার পোস্ট করা একটি টপলেস ছবি ওই একাউন্টে দেখা যাচ্ছিল। এরপরই তিনি যৌন কাহিনী নিয়ে লিখতে থাকেন। একটি ছবি পোস্ট করেন সেক্স-টয় সহ। এক্ষেত্রে তিনি ইনস্টাগ্রামের নগ্নতা বিষয়ক নীতি লঙ্ঘন করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি বলে দাবি করে যেতে থাকেন। তিনি দাবি করেন, এর বসের সঙ্গে তার যৌন সম্পর্ক রয়েছে এবং বস তিন সন্তানের পিতা ও বিবাহিত।
সঙ্গে সঙ্গে তার এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইনস্টাগ্রাম। তিনি এই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যে সুবিধা পেয়েছেন বলে দাবি করেছেন, ইনস্টাগ্রাম তাও প্রত্যাখ্যান করেছে। ওদিকে ডেইলি বিস্ট’কে দেয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রা সান্দারল্যান্ড বলেছেন, তিনি যখন মোসেরি সম্পর্কে দাবি করছেন তখন তার কাছে অনেক তথ্যপ্রমাণ আছে। তাই তাকে ইনস্টাগ্রাম থেকে নিষিদ্ধ করা হয়েছে বলে তিনি শতভাগ নিশ্চিত নন। তিনি বলেন, অন্যদের মতো আমরাও স্বাধীনতা সামাজিক যোগাযোগ মাধ্যমে। যৌনকর্মীদের থামিয়ে দেয়ার জন্য যে বৈষম্য তা বন্ধ হোক।