প্রেমিক খুঁজছেন শ্রীলেখা মিত্র!
পোস্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় প্রেমিক খুঁজছেন শ্রীলেখা মিত্র!
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক পোস্টে এভাবে নিজের মনে কথা জানিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ তৎপর শ্রীলেখা। তার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখেন। খুলে বলেন নিজের মনের কথা। তা সে দেশে ঘটে যাওয়া কোনও ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধই হোক কিংবা অন্য ধরনের কোনও সমস্যা, সবেতেই গর্জে ওঠেন। তবে শুধু কী প্রতিবাদ? নিজের মনের কথাও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন শ্রীলেখা। তারই ধারাবাহিকতায় গতকাল ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, এই ওয়েদারে ভীষণ প্রেম পাচ্ছে কিন্তু প্রেমিক পাচ্ছি না সবই কপাল। অভিনেত্রীর প্রেমিক না পাওয়ার আক্ষেপ জড়ানো পোস্ট ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
বিদ্যুতের গতিতে তা ছড়িয়ে পড়ে। লাইক, কমেন্টের ঝড় বইছে নেটদুনিয়ায়। কেউ কেউ তাকে প্রেমিকের খোঁজ পেতে ইনবক্সের দিকে নজর রাখার পরামর্শও দিয়েছেন। কেউ কেউ যদিও বলছেন তার নাকি ভালবাসার মানুষের অভাব নেই।