বিয়ানীবাজারে শ্রদ্ধা-ভালোবাসায় জাতির সূর্যসন্তানদের স্মরণ
সিলেট অফিস : বিয়ানীবাজারে শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির সূর্যসন্তানদের স্মরণ করা হয়েছে।
দিনটি উপলক্ষে সকালে বিয়ানীবাজার উপজেলা পরিষদে অস্থায়ী বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ফুল দিয়ে শ্রদ্ধা জানান নানা শ্রেণি-পেশার মানুষ।
সকালে অস্থায়ী স্মৃতি সৌধে একে একে পুস্পার্ঘ্য অর্পণ করেন বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পরিষদের কর্মকর্তারা, বিয়ানীবাজার উপজেলা পরিষদ, বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুরের নেতৃত্বে বিয়ানীবাজার পৌর পরিষদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগসহ সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
পরে শহীদ ড. জিসি দেবের বাড়ীতে নির্মিত স্মৃতি সৌধে পুস্পার্ঘ্য অর্পণ করেন পৌর পরিষদ, প্রেসক্লাব, আওয়ামীলীগ নেতৃবৃন্দ।