চট্টগ্রামে চাঞ্চল্যকর শিশু ধর্ষণের পর হত্যায় ৮ জনের ফাঁসি

Published: 14 December 2020

বিশেষ সংবাদদাতা : চট্টগ্রামে দুই বছর আগে শিশু মীমকে (৯) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা মামলায় আটজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।


সোমবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন আদালত ৪-এর বিচারক জামিল হায়দার এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে সাত আসামি উপস্থিত ছিল।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো- মইনুল ইসলাম, মো. বেলাল হোসেন, রবিউল ইসলাম, হাসিবুল ইসলাম হাসিব, আকমান মিয়া, মো. সুজন, মো. মেহরাজ টুটুল, শাহদাত হোসেন সৈকত। এতে মধ্যে শাহদাত হোসেন সৈকত পলাতক রয়েছে।

আদালতের পিপি অ্যাডভোকেট এমএ নাসের এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ জানুয়ারি চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকা থেকে ৯ বছর বয়সী মাদ্রাসাছাত্রী মীমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার পর দিন ২২ জানুয়ারি রাতে নিহত মীমের মা রাবেয়া বেগম বাদী হয়ে আকবর শাহ থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে একটি মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করলেন।