তামিমকে নিয়েই ফিল্ডিংয়ে বরিশাল
পোস্ট ডেস্ক : ঢাকার বিপক্ষে টিকে থাকার ম্যাচে ব্যাটিং করে ড্রেসিংরুমে ফিরেই হঠাৎ শরীর খারাপ লাগছিল তামিম ইকবালের।
ঠান্ডাজনিত সমস্যার কারণেই দ্রুত মাঠ ছেড়ে হোটেলে ফিরে যান। করোনার উপসর্গ থাকার কারণে রবিবার সকালে তামিমের করোনা পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষায় নেগেটিভ হওয়ায় সকালে ফরচুন বরিশালের হয়ে টসে নামেন তামিম। বঙ্গবন্ধু কাপে এলিমিনেটরে বেক্সিমকো ঢাকার বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ফরচুন বরিশাল।
দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। গ্রুপ পর্বে দুই দলের দুই সাক্ষাতে একটি করে জয় পেয়েছিল বরিশাল ও ঢাকা।
বেক্সিমকো ঢাকা একাদশ
মুশফিকুর রহীম (অধিনায়ক, উইকেটরক্ষক), মোহাম্মদ নাইম শেখ, আলআমিন জুনিয়র, আকবর আলী, সাব্বির রহমান, মুক্তার আলি, রুবেল হোসেন, রবিউল ইসলাম রবি, ইয়াসির আলি রাব্বি, শফিকুল ইসলাম ও নাসুম আহমেদ।
ফরচুন বরিশাল একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সুমন খান, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, সোহরাওয়ার্দি শুভ ও কামরুল ইসলাম রাব্বি।