করোনায় আক্রান্ত ইসওয়াতিনির প্রধানমন্ত্রী মারা গেছেন

Published: 14 December 2020

পোস্ট ডেস্ক : ইসওয়াতিনির (সোয়াজিল্যান্ড) প্রধানমন্ত্রী অ্যামব্রুস মান্ডভুলো দালামিনি করোনায় আক্রান্তের পর মারা গেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫২ বছর। গতকাল রবিবার (১৩ ডিসেম্বর) প্রতিবেশী দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুর কারণ উল্লেখ না করে এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করে। খবর রয়টার্সের।

উপ-প্রধানমন্ত্রী থেম্বা মাসুকু এক বিবৃতিতে জানান, ‘মন্ত্রীপরিষদের নির্দেশক্রমে অত্যন্ত বেদনার সঙ্গে দেশবাসীকে আমি মাননীয় প্রধানমন্ত্রী অ্যামব্রুস মান্ডভুলো দালামিনির মৃত্যুর খবর জানাচ্ছি। আজ (রবিবার) বিকেলে দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’

গত ১ ডিসেম্বর এমব্রুস দালিমিনি পাশ্ববর্তী দক্ষিণ আফ্রিকার এক হাসপাতালে ভর্তি হন। এর দুই সপ্তাহ আগে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তখন তিনি উপসর্গহীন এবং সুস্থ বোধ করছেন বলে জানিয়েছেন।

তিনি ২০১৮ সালের নভেম্বরে ইসওয়াতিনির প্রধানমন্ত্রী হিসবে এমব্রুস দায়িত্ব গ্রহণ করেন। মূলত ব্যবসায়ী রাজনীতিতে নবীন ছিলেন। দীর্ঘ ১৮ বছর তিনি ব্যাংক শিল্পে কাজ করেন।

উল্লেখ্য, ২০১৮ সালে রাজা তৃতীয় এমসোয়াতি দেশের নাম পরিবর্তন করে কিংডম অব ইসলওয়াতিনি রাখার ঘোষণা দেন। এর আগে দক্ষিণ আফ্রিকার দেশ ইসওয়াতিন সোজিয়াল্যান্ড নামে পরিচিত ছিল।

সূত্র : রয়টার্স