‘বার্সা-পিএসজি লড়াই হবে সমানে সমান’

Published: 15 December 2020

পোস্ট ডেস্ক : অনেকদিন পর মুখোমুখি হতে যাচ্ছেন দুই সুপারস্টার কাম বন্ধু লিওনেল মেসি আর নেইমার।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় দেখা হবে দুই দলের। সুইজারল্যান্ডের নিওঁতে সোমবার প্রতিযোগিতার শেষ ষোলোর ড্রয়ে গতবারের রানার্সআপ পিএসজিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।

২০১৭ সালে এই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়েছিলেন নেইমার। ২০১৬-১৭ আসরে দুই দলের সর্বশেষ দেখায় ঘরের মাঠে বার্সেলোনাকে ৪-০ গোলে হারিয়েছিল পিএসজি। কিন্তু ফিরতি লেগে তাদের ৬-১ গোলে গুঁড়িয়ে দিয়েছিল কাতালান ক্লাবটি। এবারও দুই দলের মাঝে সমান সমানে লড়াই হবে বলে মনে করছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। তার লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলা।

কোম্যান বলেছেন, ‘দুই দলের সম্ভাবনা ফিফটি-ফিফটি। তারাও আমাদের মতো চ্যাম্পিয়ন্স লিগে পরের ধাপে যেতে চাইবে। তাদের দুর্দান্ত সব খেলোয়াড় আছে, আমাদেরও তাই। বার্সেলোনা ও প্যারিস, উভয় জায়গায় জমজমাট ম্যাচ হবে। পিএসজি আগে আমাদের হারিয়েছে, তবে তাদের জন্যও লড়াইটা কঠিন হবে। কারণ আমরাও শক্তিশালী দল। সমানে সমান লড়াই হবে। গত মৌসুমে তারা ফাইনালে পৌঁছেছে…আমরাও ফাইনালে উঠতে চাই। গুরুত্বপূর্ণ ও সুন্দর একটি দ্বৈরথ দেখতে পাচ্ছি।’