মেঘনায় বরযাত্রী বোঝাই ট্রলারডুবি, নববধূসহ নিহত ৭, নিখোঁজ ৩২

Published: 15 December 2020

বিশেষ সংবাদদাতা, ঢাকা :  লক্ষ্মীপুরের রামগতিতে বরযাত্রী বোঝাই ট্রলার ডুবির ঘটনায় নববধূ ও শিশুসহ ৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার বয়ারচরের টাংকির বাজার মাছঘাট এলাকার মেঘনা নদী থেকে এ মরদেহগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রায় ৩২ জন বরযাত্রী নিখোঁজ রয়েছে। নিহতরা হলো- নববধূ আসমা বেগম (১৯), তাছলিমা (২১), লিপি আক্তার (৮), আফরিন আক্তার লামিয়া (২) ও হোসনেয়ারা বেগম রুপা (৫)। অজ্ঞাতনামা ২ জনের লাশ নোয়াখালীর হাতিয়ার রামগতি সীমান্তে মেঘনা নদীতে পাওয়া গেছে বলে কোস্টগার্ড জানায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলার নলের চর এলাকার বিয়ের অনুষ্ঠান শেষে ৬০-৭০ জনের বরযাত্রী বোঝাই একটি ট্রলার ভোলার মনপুরা যাচ্ছিলেন। পথিমধ্যে কেরিরচর নামক স্থানে পৌঁছলে আকস্মিক ট্রলারটি ডুবে যায়। পরে রামগতি টাংকির বাজার মাছঘাট এলাকায় থেকে পুলিশ ট্রলারটি উদ্ধার করেন। ট্রলারের ভিতর থেকে ওই মরদেহগুলো পাওয়া যায়।

এ ঘটনায় কিছু বরযাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও প্রায় ৩২ জন নিখোঁজ রয়েছে। বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, মেঘনা নদীতে বরযাত্রী বোঝাই ট্রলারটি উদ্ধার করা হয়েছে। ট্রলারের ভিতরে ৫টি মরদেহ পাওয়া যায়। কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।