বড়লেখায় ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

Published: 16 December 2020

বড়লেখা প্রতিনিধি : পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

সংঘর্ষের ঘটনায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গ হওয়ার আশঙ্কায় ১৪৪ ধরা জারি করা হয়েছে বলে জানান বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান।

তিনি বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সুষ্ঠুভাবে উদ্যাপনের লক্ষ্যে উদ্ভূত পরিস্থিতি শান্তিপূর্ণ ও সহায়ক পরিবেশ নিশ্চিতে উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে বড়লেখা সরকারি কলেজ পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে নির্বাচনী প্রচারের সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেনের ওপর ছুরি হামলা করে প্রতিপক্ষ।।

এই খবরে রাত সাড়ে ৮টার দিকে বিভিন্ন এলাকা থেকে পাখিয়ালা এলাকায় ছাত্রলীগের কর্মীরা জড়ো হন। এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দফায় দফায় রাত সাড়ে ১০টা পর্যন্ত সংঘর্ষ চলে।

এ সময় বড়লেখা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন ও বড়লেখা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সামাদ আহমদসহ উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হন।

আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।