একাত্তরের পরাজিতরা ধর্মকে পুঁজি করে দেশবাসীকে বিভ্রান্ত করছে-পরিবেশমন্ত্রী
বড়লেখা প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পরাজিতরা ধর্মকে পুঁজি দেশের মানুষকে বিভ্রান্ত করছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নাকি মূর্তি হয়ে গেছে।
এরাই একসময় বলত, টাকায় বঙ্গবন্ধুর ছবি থাকলে নামাজ হবে না। তবে পাকিস্তান আমলে কায়দে আজমের ছবি সম্বলিত টাকায় তারা ঠিকই সালাম জানাত। এরাই হচ্ছে রাজাকার-আলবদর, দেশ ও জাতির দুশমন। এদেরকে চিহ্নিত করতে হবে।’
তিনি বৃহস্পতিবার দুপুরে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বিতরণের জন্য উপজেলায় প্রাপ্ত ৫ হাজার কম্বলের অংশ হিসেবে এ ইউনিয়নে ৩৫০টি কম্বল বিতরণ করেন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যার কারণে দেশের উন্নয়ন হচ্ছে। দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। দেশের মানুষ উন্নত জীবন যাপন করছে।
ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিনের সভাপতিত্বে ও গ্রাম আদালত সহকারি আমজাদ হোসেন পাপলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সহকারি কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, স্থানীয় ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুক্তাদির সওদাগর, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা তাতী লীগের আহ্বায়ক মহিউদ্দিন আহমদ গোলজার, ইউনিয়ন যুবলীগের সভাপতি গৌছ উদ্দিন প্রমুখ।