ব্রিটেনের শিশুদের খাওয়াবে ইউনিসেফ
পোস্ট ডেস্ক : শিশু বিষয়ক সংগঠন ইউনিসেফ তার ৭০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ব্রিটেনের ক্ষুধার্ত শিশুদের খাওয়ানোর উদ্যোগ নিয়েছে।
কোভিড-১৯ সংকটে দেশটির দক্ষিণ লন্ডনের সাউথওয়ার্কের ক্ষতিগ্রস্থ শিশুদের মধ্যে খাবার সরবরাহ করা হবে। এ মহৎ কাজে অর্থ সহায়তা করবে জাতিসংঘের এই সহযোগী সংস্থাটি। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
বিশ্বব্যাপী শিশুদের মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাটি এক বিবৃতিতে জানায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারের এই করোনা মহামারী পরিস্থিতি শিশুদের জন্য সবচেয়ে বেশি সংকটের সৃষ্টি করেছে। ইউগোভ নামের একটি দাতব্য সংস্থার পরিচালিত মে মাসের এক জরিপে দেখা গেছে, বিশ্বের ২৪ লাখ (১৭%) শিশু তাদের পরিবারের সঙ্গে খাদ্য নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছে। যেখানে অক্টোবরের মধ্যে অতিরিক্ত ৯ লাখ শিশুকে বিনামূল্যে স্কুলে খাবার সরবরাহের আওতায় আনা হয়েছে।
ইউনিসেফ এবার স্কুল ফুড ম্যাটার্স নামের একটি কমিউনিটি প্রজেক্টে ২৫ হাজার ডলার অনুদান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যার অর্থ আগামী দুই সপ্তাহের ক্রিসমাসের ছুটিতে এবং ফেব্রুয়ারির মধ্যভাগ পর্যন্ত ২৫টি স্কুলে ১৮ হাজার পুষ্টিকর নাস্তা সরবরাহের কাজে ব্যয় করা হবে। ব্রিটেনের সাউথ ওয়ার্ক এবং দক্ষিণ লন্ডনের বসবাস করা নিন্ম আয়ের পরিবারগুলোর ওপর এই করোনাভাইরাস মহামারীর মারাত্মক প্রভাব পড়েছে।
এছাড়াও খাদ্য সরবরাহকারী সংস্থা আবেল এবং কোল আরো ৪৫০০ ডলার মূল্যের ১ দশমিক ২ টন ফল সরবরাহ করবে বলেও জানিয়েছে।
স্কুল ফুড ম্যাটার্স প্রজেক্টের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফানি স্লেটার বলেছেন, সঠিক সময়ে ইউনিসেফের এই অর্থ দিয়ে সহায়তা করার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহামারীর এই সময়ে পরিবারগুলো খাদ্য সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের মুখে এই সহায়তার মধ্যে দিয়ে কিছুটা হলেও খাদ্য তুলে দেয়া সম্ভব হবে। আমাদের সরবরাহ করা এই খাবারের বক্সগুলো যখন পরিবারগুলোর কাছে পৌঁছাবে, তখন এই স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার দিয়ে তাদের দিনের শুরুটা খুব ভালো হবে বলেও এসময় আশাব্যক্ত করেন স্টিফানি স্লেটার।